
ছবি: সংগৃহীত
একসময় পিস হিসেবে বিক্রি হলেও বিগত কয়েক বছর ধরেই ঢাকাসহ দেশের অনেক এলাকায় কেজি হিসেবে তরমুজ বিক্রি হচ্ছে। এর বিরুদ্ধে অনেক সমালোচনা হলেও তা বন্ধ করা সম্ভব হয়নি। ফলে তরমুজ নামক মৌসুমি ফলটি থেকে যাচ্ছে স্বল্প এবং নিম্ন আয়ের মানুষদের নাগালের বাইরেই।
চলমান রমজানেও তার কোনো ব্যতিক্রম হচ্ছে না। বিক্রেতারা পিস হিসেবে তরমুজ কিনে বাজারে তা কেজি দরে বিক্রি করে যাচ্ছেন। কেজিতে বিক্রির ফলে এর দামও পড়ছে অনেক বেশি। এর প্রেক্ষিতে ক্রেতারা পিস হিসেবে তরমুজ বিক্রিকে তুলনা করছেন ফেরাউনের ব্যবসার সঙ্গে।
প্রাচীনকালে মিসরের শাসকদের বলা হতো ফারাও। এই ফারাও থেকে "ফিরাউন" শব্দটির উৎপত্তি। মিসরীয় সভ্যতার এসব শাসকদের একসঙ্গে “ফারাও” হিসেবেও বলা হয়। এসব শাসকরা সরাসরি ব্যবসায়িক কাজে জড়িত ছিলেন, এমন কোনো ইতিহাস কখনো সামনে আসেনি।
শিহাব