
ছবি: সংগৃহীত
বরগুনার কালিবাড়িতে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় নিহতের পরিবারের সকল দায়িত্ব গ্রহণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলাম।
শনিবার সকালে নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এ ঘোষণা দেন জামায়াতে ইসলাম আমির, ডা. শফিকুর রহমান।
জানান, আগামী ১৮ বছর ধরে এই পরিবারের সকল খরচ বহন করবে বাংলাদেশ জামায়াতে ইসলাম। তিনি বলেন, আমরা আশা করি যে মজলুমরা শক্তি পাবে এবং জালিমরা ভয় পাবে। জালিমদেরকে ভয় দেখাতে হবে, তাদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। আর মজলুমের পাশে শক্ত হয়ে দাঁড়াতে হবে—এই অনুভূতি নিয়ে যে, এই মজলুম ব্যক্তিটি আমিও হতে পারতাম। তখন আমার সমাজের কাছে আমি কী আশা করতাম?
তিনি আরও বলেন, আমাদের কাছে দল ও ধর্মের কোনো ব্যবধান নেই। মানবতা যেখানে বিপন্ন হবে, আমরা চেষ্টা করি সেখানেই গিয়ে হাজিরা দেওয়ার জন্য।
এর আগে মন্টু চন্দ্র দাস তার মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করেছিলেন। এতে মামলার প্রধান আসামি গ্রেপ্তার হওয়ার পর থেকেই মন্টু ও তার পরিবার হুমকির মুখে ছিলেন।
মঙ্গলবার রাতে বাড়ির পেছনের ঝোপ থেকে মন্টুর মরদেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, মামলার জের ধরেই তাকে হত্যা করা হয়েছে।
শিলা ইসলাম