ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

প্রধান উপদেষ্টা

মুখে বলার দরকার নেই, কাজে দেখিয়ে দিতে হবে

প্রকাশিত: ১৮:৪৭, ১৭ মার্চ ২০২৫

মুখে বলার দরকার নেই, কাজে দেখিয়ে দিতে হবে

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বাংলাদেশ পুলিশ কে উদ্দেশ্য করে বলেছেন, এখন পুলিশ দেখলেই মানুষ ভয় পায়। ভাবে কি একটা ঝামেলায় আটকে ফেলবে। পুলিশ একটা ভয়ঙ্কর ক্যারেক্টার। পুলিশকে হতে হবে বন্ধু, আইন হবে আমাদের আশ্রয়দাতা, সেই পরিস্থিতি তৈরি করতে হবে। এটা নিয়ে কান্নাকাটি করে লাভ নেই, কারণ ১৬ বছরের সেই কালিমা আমরা মুছে ফেলতে পারব না। নতুন বাংলাদেশের পুলিশ কে নতুনভাবে চেনাতে হবে। যাতে একজন পুলিশকে দেখলেই মনে হবে সে নতুন বাংলাদেশের পুলিশ। মুখে বলার দরকার নেই, কাজে দেখিয়ে দিতে হবে। তখন মানুষ অতীত ভুলে যাবে সবাইকে মাফ করে দিবে।

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে দেশব্যাপী ব্যাপক সমালোচনা হয়, যা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে বাধার সৃষ্টি করে। পুলিশ বাহিনী আইন-শৃঙ্খলা রক্ষার মূল নিয়ন্ত্রক হওয়ায় তাদের সঠিক কার্যক্রম ব্যাহত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে। আন্দোলন চলাকালে পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগ, নির্বিচারে গুলি চালানো এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। 

পুলিশের আপত্তিকর অবস্থানের ফলে সাধারণ জনগণের মধ্যে ভীতি ও অসন্তোষ বৃদ্ধি পায়, যা আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি করে। বিশেষজ্ঞরা মনে করেন, পুলিশের এই ধরনের আচরণ জনসাধারণের আস্থা হ্রাস করে এবং সামাজিক অস্থিরতা বাড়ায়। যেহেতু পুলিশ আইন-শৃঙ্খলা পরিস্থিতির সবচেয়ে কাছের নিয়ন্ত্রক। তারা ঠিকভাবে কাজ করতে না পারলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা খুবই কঠিন হবে।

ফারুক

×