ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে ষড়যন্ত্রও তীব্র হচ্ছে: প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ১৮:৩৯, ১৭ মার্চ ২০২৫

নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে ষড়যন্ত্রও তীব্র হচ্ছে: প্রধান উপদেষ্টা

ছবি : সংগৃহীত

নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ষড়যন্ত্রও ততই তীব্র হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, অতীতে পুলিশের ভূমিকা বিতর্কিত থাকলেও এখন তারা সেখান থেকে বের হয়ে এসেছে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে প্রস্তুত।

সোমবার (১৭ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ বৈঠকে এসব কথা বলেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন, “পুলিশ আগে খারাপ মানুষের পাল্লায় পড়েছিল। কিন্তু এখন সেখান থেকে বের হয়ে এসেছে। আগের অন্ধকার যুগে পুলিশ নিজের ইচ্ছায় নয়, বরং সরকারি আদেশ বাস্তবায়নের কারণেই বিতর্কিত ভূমিকা পালন করেছিল।”

তিনি বলেন, “পুলিশের প্রতি মানুষের আস্থা ফেরাতে হবে। জনগণকে বুঝিয়ে দিতে হবে যে, পুলিশ এখন আর খারাপ মানুষের দলে নেই। ১৬ বছরের যে কালিমা পুলিশের ওপর লেগে আছে, তা রাতারাতি মুছে ফেলা সম্ভব নয়। তবে এখন থেকে পুলিশের কাজ দিয়ে মানুষের আস্থা অর্জন করতে হবে।”

ড. ইউনূস আরও বলেন, “পুলিশ সম্পর্কে মানুষের মধ্যে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, তা বদলাতে হবে। এতদিন মানুষ ভেবেছে, পুলিশ খারাপটাই আগে করে। কিন্তু এখন আমাদের ভালোটা আগে দেখাতে হবে। সম্পূর্ণ নতুন একটি ভাবমূর্তি গড়ে তুলতে হবে।”

নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ষড়যন্ত্রও ততই তীব্র হচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি বলেন, “আমরা এখন যুদ্ধাবস্থায় আছি। ষড়যন্ত্রকারীরা এই সুযোগে শান্তি বিনষ্টের চেষ্টা করবে। তাই পুলিশকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। শান্তি ও নিরাপত্তা রক্ষায় পুলিশকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

ড. ইউনূস বলেন, “নির্বাচনের সময় পরিস্থিতি উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তাই এই মুহূর্তে পুলিশের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার তাগিদ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “দেশ বদলাতে হলে একক নির্দেশে কাজ হবে না। বরং সবাইকে একটি টিম হিসেবে কাজ করতে হবে। আর বাংলাদেশে যত টিম আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিম হলো পুলিশ।”

তিনি আরও বলেন, “সরকার যে কোনো বড় পদক্ষেপ নিতে গেলে শেষ পর্যন্ত তা পুলিশের মাধ্যমেই বাস্তবায়িত হয়। তাই পুলিশকে দক্ষতা, সততা এবং পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।”

বক্তব্যের শুরুতেই প্রধান উপদেষ্টা বলেন, “পুলিশকে অবহেলা করে দেশ গড়তে পারব না। আইনশৃঙ্খলা রক্ষা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। যত বড় পরিকল্পনাই থাকুক না কেন, যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকে, তাহলে কোনো পরিকল্পনাই সফল হবে না।”

প্রধান উপদেষ্টা পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “আপনারা জনগণের আস্থা অর্জন করুন। মানুষকে বুঝিয়ে দিন যে পুলিশ জনগণের বন্ধু। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। পুলিশকে জনগণের পাশে থেকে নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে হবে।”

 

সূত্র: বিবিসি

মো. মহিউদ্দিন

×