ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

রাজবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ একজন গ্রেফতার

শহিদুল ইসলাম, রাজবাড়ী

প্রকাশিত: ১৫:৩১, ১৭ মার্চ ২০২৫

রাজবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ একজন গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ সোহাগ হোসেন ওরফে শুকলাল (৩৩) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শুকলাল উপজেলার কসবামাজাইল ইউনিয়নের লক্ষীপুর গ্রামের নাসির হোসেনের ছেলে। 

আজ সোমবার (১৭ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে নিজ বাড়ির পশ্চিম পাশের খড়ের পালার ভিতর থেকে তাকে গ্রেফতার করা হয়।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, পুলিশ ফোর্সসহ পাংশা থানার এসআই মোঃ শিহাবুদ্দীন ও যৌথ বাহিনীর সম্মিলিত অভিযানে আসামি সোহাগ হোসেন ওরফে শুকলালকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

এছাড়া গ্রেফতারকৃত শুকলালের বাড়ি থেকে একটি ওয়ান শুটার গান, দুইটি ব্ল্যাঙ্ক কার্তুজ, দুইটি হাসুয়া ও একটি স্টিলের তৈরি ব্যাটন উদ্ধার করে জব্দ করে যৌথবাহিনী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে দুপুরে তাকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

রাকিব

×