ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

বাহরাইনের কনস্যুলার সার্ভিসের প্রধানের সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের বৈঠক

দুই দে‌শের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করার অঙ্গীকার

মীর্জা মসিউজ্জামান

প্রকাশিত: ১১:৪৮, ১৭ মার্চ ২০২৫; আপডেট: ১১:৫৬, ১৭ মার্চ ২০২৫

দুই দে‌শের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করার অঙ্গীকার

বাহরাইনের কনস্যুলার সার্ভিসের প্রধানের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত দুই দে‌শের দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক  উন্নয়নসহ অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বৈঠক করেন।

স্থানীয় সময় শ‌নিবার (১৬ মার্চ) বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব কনস্যুলার সার্ভিসের দপ্তরে এ বৈঠক অনু‌ষ্ঠিত হয়।

বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব কনস্যুলার সার্ভিস অ্যাম্বাসেডর ইব্রাহিম মোহাম্মদ ইব্রাহিম আল-মেসলিমানির সঙ্গে বৈঠক করেছেন দেশ‌টি‌তে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার।

মানামার বাংলা‌দেশ দূতাবাস জানায়, বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব কনস্যুলার সার্ভিসের স‌ঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠ‌ক হয়েছে।

বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মো. ইলিয়াছুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষত অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার, বিনিয়োগ বৃদ্ধি এবং প্রবাসী বাংলাদেশিদের সুযোগ-সুবিধা উন্নত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব মোহাম্মদ মামুনুর রশীদ তালুকদারও উপস্থিত ছিলেন।  
 
এ বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রবাসীদের কল্যাণে নেওয়া উদ্যোগ দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

সজিব

×