
ছবিঃ সংগৃহীত
সামরিক ও রাজনীতি বিশ্লেষক কর্নেল (অব.) এম এ হক বলেছেন, পলিটিক্সের যে ফ্যাসিজম, এই জিনিসগুলো বাংলাদেশকে আজ চেপে মেরে ফেলেছে। বেসরকারি গণমাধ্যমের একটি টকশোতে তিনি এ কথা বলেন।
উপস্থাপিকার প্রশ্ন ছিল, এই যে একটা ঘটনার পরিক্রমা, আমরা জানি বুয়েটে আবরার কে নির্মমভাবে হত্যা করা হয়, আবরার ছিল আমাদের মাঝে অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার একজন প্রতীক, তার হত্যা মামলার যে রায় হলো এতে আপনার মতামত কী?
কর্নেল (অব.) এম এ হক বলেন, বাংলাদেশের শিক্ষাঙ্গনের ইতিহাসে সবচেয়ে নৃশংস ও বর্বর হত্যাকাণ্ড ছিল আবরার হত্যা। হাসিনার ফ্যাসিজমের এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিল এই হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের সব প্রমাণ, ভিডিও সবই আছে তাহলে বিচারের রাত হতে এত বিলম্ব হবে কেন। ইন্টেনশনালি এটা করা হয়েছে। রায় হয়েছে, কিন্ত বাংলাদেশের যে বিচারিক পদ্ধতি, তাতে কার্যকর হতে আরো কয়েকবছর লেগে যাবে।
এই বিচার ব্যবস্থা হলো অন্যতম কারণ, দূষিত বিচার ব্যবস্থা, দূষিত পুলিশি ব্যবস্থা এমনকি দূষিত আমাদের তদন্ত ব্যবস্থা। আর পলিটিক্সের যে ফ্যাসিজম, এই জিনিসগুলো বাংলাদেশকে আজ চেপে মেরে ফেলেছে।
রিফাত