
ছবিঃ সংগৃহীত
মানুষের কাছ থেকে ভোট আদায় করতে আপনাকে কিছু একটা করতে হবে, তাদের সুখী বানাতে বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। বেসরকারি একটি গণমাধ্যমের টকশোতে জাতীয় নাগরিক পার্টি সম্পর্কে এ কথা বলেন তিনি।
উপস্থাপকের প্রশ্ন ছিল, বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মত হতে পারে, কিছু কিছু দল এখনই মনে করছে তারা ক্ষমতায় চলে এসেছে এবং বড় দুটি দলকে যেমন পাশ কাটিয়ে ছোট একটি দল শ্রীলঙ্কায় ক্ষমতায় এসেছে, বাংলাদেশেও তেমন ঘটতে পারে। এরকম হবে আপনি মনে করেন কি না?
জবাবে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন, হতে পারে; বাংলাদেশে অনেক কিছুই হতে পারে৷ বাংলাদেশের অনেক নির্বাচনে আমি দেখেছি, ৯১ এর নির্বাচনে কোন বিএনপি নেতাদের মুখেও শুনি নাই তারা ক্ষমতায় আসবে। পুরান ঢাকায় বিএনপির প্রার্থী ছিল সাদেক হোসেন খোকা ও আওয়ামী লীগের ছিল শেখ হাসিনা। খোকা সাহেব আমাকে বলেছিলেন, দেখি কতটুকু ফাইট দেয়া যায়। কিন্ত শেখ হাসিনা সাদেক হোসেনের কাছে হেরে গেছিল, যা তিনি নিজেও ভাবেননি কখনো হবে।
নির্বাচন নিয়ে আগে কখনো প্রেডিকশন করা যায় না। মিরপুরের আসনে ৯১ এর নির্বাচনে তে ড. কামাল হোসেনকে হারিয়েছিলেন হারুন মোল্লা। নির্বাচনের পরে হারুন মোল্লা বলেছিলেন, আমি বিজয় মিছিল করব না, ড. কামালকে হারিয়েছি এতে আমার লজ্জা লাগতেছে।
মাসুদ কামাল বলেন, আমি মনে করি, বাংলাদেশের মানুষের কাছ থেকে ভোট আদায় করতে হলে আপনাকে কিছু কাজকর্ম করতে হবে, যেটায় মানুষ খুশি হবে। আমি জাতীয় নাগরিক পার্টির সমালোচনা করে বলি, এই পার্টি জন্মের পর তারা একটা কাজও করে নাই যা দেখে মানুষ খুব আশাবাদী হচ্ছেন। বরং তাদের পার্টির প্রতি মানুষের একটা নেতিবাচক ধারণা জন্ম নিচ্ছে।
রিফাত