
ছবি: সংগৃহীত
২৬ মার্চ স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না—এমন খবর ভিত্তিহীন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। রোববার (১৬ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় স্টেডিয়ামের সংস্কারকাজ চলমান থাকায় ঢাকায় কুচকাওয়াজ আয়োজন সম্ভব নয়। তবে দেশের অন্যান্য ৬৩ জেলায় যথাযোগ্য মর্যাদায় কুচকাওয়াজ আয়োজন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে, এর আগে দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সাংবাদিকদের জানান, "আমরা কোনো আনন্দ উল্লাসের মধ্যে নেই। গত ডিসেম্বরেও কুচকাওয়াজ হয়নি, মার্চেও হবে না।"
আসিফ