ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

১৫ দিনে ২০ হাজার ২০৪ কোটি টাকার রেমিট্যান্স আসায় প্রবাসীদের ধন্যবাদ জানালেন উপদেষ্টা আসিফ

প্রকাশিত: ০১:২৩, ১৭ মার্চ ২০২৫; আপডেট: ০১:২৩, ১৭ মার্চ ২০২৫

১৫ দিনে ২০ হাজার ২০৪ কোটি টাকার রেমিট্যান্স আসায় প্রবাসীদের ধন্যবাদ জানালেন উপদেষ্টা আসিফ

চলতি মার্চ মাসে ১৫ দিনের মধ্যে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন ২০ হাজার ২০৪ কোটি টাকার রেমিট্যান্স, যা একটি নতুন রেকর্ড গড়েছে। এই অভাবনীয় রেমিট্যান্স প্রবাহের জন্য প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা আসিফ। 
মার্চ মাসের প্রথম ১৫ দিনে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন ১৬৫ কোটি ৬১ লাখ ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ হাজার ২০৪ কোটি টাকা। প্রতিদিন আসছে ১১ কোটি ডলারের বেশি, যা দিয়ে নতুন রেকর্ড গড়ার পথে রয়েছে রেমিট্যান্স।


এদিকে, সরকারের নীতিমালার পরিবর্তন এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর সুযোগ বাড়ানোর ফলে প্রবাসীরা আগ্রহী হয়ে উঠেছেন। বিশেষ করে আসন্ন ঈদুল ফিতরের প্রেক্ষাপটে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়ার আশা করা হচ্ছে।


অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধারাবাহিক প্রবাহ চলতে থাকলে চলতি মাসে রেমিট্যান্স তিন বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড হতে পারে।


 

আফরোজা

আরো পড়ুন  

×