ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

কোথায় হবে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র হেডকোয়ার্টার? জানালেন উপ প্রেস সচিব

প্রকাশিত: ০১:০৮, ১৭ মার্চ ২০২৫; আপডেট: ০১:০৯, ১৭ মার্চ ২০২৫

কোথায় হবে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র হেডকোয়ার্টার? জানালেন উপ প্রেস সচিব

নানা আন্দোলন, উত্তেজনা এবং সংঘাতের পর অবশেষে স্বস্তির খবর পেল সাত কলেজের শিক্ষার্থীরা। রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে এবার একটি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত করেছে ইউজিসি। তবে, এই বিশ্ববিদ্যালয়ের হেডকোয়ার্টার কোথায় হবে এবং কবে থেকে এর কার্যক্রম শুরু হবে, তা নিয়ে বিস্তারিত জানিয়েছেন উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর থেকে রাজধানীর সরকারি সাত কলেজে একাধিক একাডেমিক এবং প্রশাসনিক জটিলতা দেখা দেয়, যা নিয়ে বিভিন্ন সময় আন্দোলন ও সংগ্রাম করতে দেখা যায় শিক্ষার্থীদের। এসব জটিলতা ও অসন্তুষ্টির পর, গত ৫ আগস্টের আন্দোলনের পর, ২৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজকে পৃথক করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর সাত কলেজের শিক্ষার্থীরা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি তোলেন।


অবশেষে, সেই দাবি পূরণে, ইউজিসি সরকারী সাত কলেজ নিয়ে একটি নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত করেছে। বিশ্ববিদ্যালয়ের নাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।


রোববার, রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনে সাত কলেজের শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধিদল নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে, ইউজিসির সচিব ড. ফখরুল ইসলাম বলেন,"প্রস্তাবিত নামগুলোর মধ্যে থেকে সাত কলেজের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামটি চূড়ান্ত করা হয়েছে। এটি এখন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে, সেখান থেকে উপদেষ্টা পরিষদে পাশ হওয়ার পর রাষ্ট্রপতির সম্মতিক্রমে এর অধ্যাদেশ জারি করা হবে।"


ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হেডকোয়ার্টার কোথায় হবে?
এদিকে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হেডকোয়ার্টার কোথায় হবে তা নিয়ে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান,
"সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরিচালনায় এ কলেজগুলোর অধ্যক্ষদের মধ্যে থেকে একজনকে প্রশাসক নিয়োগ দেওয়া হবে। যিনি প্রশাসক নির্বাচিত হবেন, তার প্রতিষ্ঠান হবে সাত কলেজের হেডকোয়ার্টার।"


তিনি আরও জানান,“এই অন্তর্বর্তীকালীন প্রশাসক হবেন এই সাতটি কলেজের যেকোনো একটি কলেজের প্রিন্সিপাল। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় কমিশন এই সাতজন প্রিন্সিপালের সাক্ষাৎকার নিয়েছে এবং তাদের মধ্য থেকে একজনকে মনোনীত করবে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন প্রশাসক হিসেবে। যিনি প্রশাসক হিসেবে মনোনীত হবেন, আপাতত তার কলেজটাই হবে এই বিশ্ববিদ্যালয়ের হেডকোয়ার্টস।”


ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠিত হচ্ছে সাতটি কলেজ নিয়ে। এগুলো হলো:ঢাকা কলেজ,ইডেন মহিলা কলেজ,বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ,শহীদ সোহরাওয়ার্দি কলেজ,কবি নজরুল সরকারি কলেজ,মিরপুর বাংলা কলেজ,সরকারি তিতুমীর কলেজ।এছাড়া, এই সাত কলেজে বর্তমানে প্রায় দুই লাখ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন।


সূত্র:https://tinyurl.com/yr9e6spe 

আফরোজা

আরো পড়ুন  

×