
ছবিঃ সংগৃহীত
বরগুনায় স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করেছিলেন বাবা। তার এক সপ্তাহের মাথায় বাড়ির পেছনেই মেলে বাদীর লাশ। সারাদেশে এই ঘটনা আলোচিত হয়।
রোববার নিহত ওই ব্যক্তির স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানের মোবাইলে ফোন করে তারেক রহমান এই পরিবারের সাথে কথা বলেন।
এ সময় ধর্ষিতা মেয়েটির মা'কে তারেক রহমান বলেন, বোন; “আপনারা যাতে ন্যায়বিচার পান, আমরা সেই বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করব। এ বিষয়টি বলতেই আপনার সঙ্গে কথা বলছি। আপনার পাশে আমার দল ও দেশের মানুষ রয়েছে।”
এ সময় নিহতের স্ত্রী বলেন, “মেয়ে ধর্ষণের বিচার চাইতে গিয়ে আমার স্বামী মার্ডার হয়েছেন। তিনটি সন্তান নিয়ে আমি কিভাবে চলব। তাদের নিয়ে আমি নিরাপত্তাহীনতায় রয়েছি। পরিবারের একমাত্র উপার্জনের মানুষকে মাইররা ফালাইছে।”
তখন তারেক রহমান বলেন, আপনি চিন্তা করবেন না। আমরা সকল ধরনের আইনি ও অন্য সব সহযোগিতা করব আপনাকে। আমাদের সিনিয়র নেতাকর্মীদের বলে দিয়েছি, তারা আপনার সাথে দেখা করবে। আপনার যা প্রয়োজন হয় তাদের জানাবেন। সামর্থ্য অনুযায়ী বিএনপি আপনার পাশে থাকবে।
রিফাত