ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

ইফতার মাহফিলে ভার্চুয়ালি তারেক রহমান

যারাই ক্ষমতায় আসুক গুম ও খুনের বিচার করতে হবে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:৩২, ১৬ মার্চ ২০২৫

যারাই ক্ষমতায় আসুক গুম ও খুনের বিচার করতে হবে

ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর যারাই ক্ষমতায় আসুক গুম ও খুনের বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান। রবিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে গণতান্ত্রিক আন্দোলনে গুম এবং শহীদ পরিবারের সঙ্গে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, বিএনপি নির্বাচনে জয়ী হলে বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, শহীদ হয়েছেন তারা যেন ন্যায় বিচার পান, আমরা সেই ব্যবস্থা করব। তবে যে সরকারই নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে তাদের গণতন্ত্র রক্ষার আন্দোলনে শহীদ, গুম, খুনের ঘটনার বিচার
করতে হবে। তারেক রহমান বলেন, শহীদ পরিবার এবং গুম খুনের ঘটনায় নির্যাতনের বিচারে সব রাজনৈতিক দল ঐকমত্য থাকবে। তারেক রহমান বলেন, গুম-খুনের দায়ে শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিচার না হলে আবারও অন্যায়ের সুযোগ তৈরি হবে। বিএনপি ক্ষমতায় এলে সব অন্যায়-জুলুমের বিচার নিশ্চিত করা হবে। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রত্যাশা সামনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে কারা দেশ পরিচালনা করবেন। তবে আগামীতে যে সরকারই আসুক, যে মানুষগুলো দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্যাতিত হয়েছেন, তাদের বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান।
তারেক রহমান বলেন, গণতন্ত্র রক্ষা, মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতা এবং নির্যাতিত ব্যক্তিবর্গের প্রতি ন্যায়বিচার করা আমাদের লক্ষ্য। এ রকম যে বিষয়গুলো আছে, আমরা সকল গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক দলগুলো, আমরা নিশ্চয়ই এই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকব। এই ব্যাপারে নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো দ্বিমত থাকবে না।
তারেক রহমান বলেন, যারা নির্যাতিত হয়ে অসুস্থ আছেন,  বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের আল্লাহ যেন দ্রুত সুস্থতা দেন এবং একই সঙ্গে যাদের আমরা হারিয়েছি, তাদের যাতে আল্লাহ বেহেশত নসিব করেন, আজকের এই ইফতার মাহফিলে আমরা আল্লাহর কাছে সেই দোয়াই চাইব। সামগ্রিকভাবে আল্লাহর কাছে আমরা সেই রহমতই চাইব, যে মানুষগুলোকে আমরা হারিয়েছি, যে মানুষগুলো বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্যাতিত হয়েছেন, তারা যে আকাক্সক্ষা নিয়ে, যেই প্রত্যাশা নিয়ে, দেশের জন্য, দেশের মানুষের জন্য যুদ্ধ করেছেন, আন্দোলন-সংগ্রাম করেছেন, তাদের সেই প্রত্যাশা যাতে আমরা যারা আছি সকলে মিলে, আমরা যেন তাদের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারি, সেই রহমত যেন আল্লাহ আমাদের দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গণঅভ্যুত্থানে শহীদ যারা হয়েছেন তারা যেন ন্যায়বিচার পান, এমন আগ্রহ দেখতে পাচ্ছে না বলে অভিযোগ করেছেন উপস্থিত পরিবারগুলো। বিচার না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা।
‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে ও এ সংগঠনের সদস্য নাজমুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সিনিয়র যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও দলের যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও দলের কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা মো. আবুল কাশেম, মোস্তফা জামান-ই সেলিম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবীন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও গুমের শিকার হওয়া বিএনপির গণশিক্ষা বিষয়ক সহ-সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন প্রমুখ।
অনুষ্ঠানে এ ছাড়া আরও উপস্থিত ছিলেন- বিএনপি মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার, ব্যারিস্টার মীর হেলাল, বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জী, জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন প্রমুখ।
অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

আরো পড়ুন  

×