ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

আমাদের কাছে দক্ষতা আছে, কিন্তু আমরা কীভাবে সেটি ব্যবহার করছি?

প্রকাশিত: ২১:২৩, ১৬ মার্চ ২০২৫

আমাদের কাছে দক্ষতা আছে, কিন্তু আমরা কীভাবে সেটি ব্যবহার করছি?

ছবি: সংগৃহীত

যখনই সততা ও দক্ষতা একসঙ্গে মিলিত হবে, ইনশাআল্লাহ বাংলাদেশ উন্নতির শিখরে পৌঁছে যাবে। এমন কথা বলেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। 

তিনি বলেন, আমাদের সমাজ এক ধরনের মানসিক ট্রমার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে। এই ট্রমাগুলো শেষ হয়ে যাক, ন্যায়বিচার কায়েম হোক, সভ্যতা ফিরে আসুক, মানবতা আমাদের দুয়ারে এসে হাজির হোক। আমরা মানুষকে মানুষ হিসেবে শ্রদ্ধা করি, ভালোবাসি।

তিনি আরও বলেন, সততা অবশ্যই আবশ্যক, দক্ষতা তার সম্পূরক। সততা ছাড়া দক্ষতা কোনো কাজে আসে না। আমাদের কাছে দক্ষতা আছে, কিন্তু আমরা কীভাবে সেটি ব্যবহার করছি? আমরা নিজেরাই এর সাক্ষী।

এরপর তিনি বলেন, আল্লাহ আমাদের সবাইকে মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের তৌফিক দান করুন। প্রতিহিংসার কবর রচনা হোক, মানবতার বিকাশ হোক। বিজয় হোক। 

শিলা ইসলাম

আরো পড়ুন  

×