
ছবি: সংগৃহীত
জুলাই-আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে শেখ হাসিনার সহযোগী আসামি করা হয়েছে। এর আগে, এই মামলায় শেখ হাসিনা একক আসামি ছিলেন। চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনার কমান্ড বাস্তবায়নে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ছিলেন তার ডান হাত, যার জন্য তাকে সহযোগী আসামি করা হয়েছে।
তিনি বলেন, "শেখ হাসিনার অপরাধ প্রমাণের জন্য আব্দুল্লাহ আল মামুনের সম্পৃক্ততা প্রয়োজন ছিল, তাই তাকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।"
এছাড়া, ১৮ মার্চ সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য ট্রাইব্যুনাল অনুমতি দিয়েছে। একই মামলায় সাভারের পুলিশের এপিসি আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা সাইদুর রহমান সুজন, মিজানুর রহমান এবং জাকির হোসেনকে ১৮ মে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আবীর