ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

ইসলামিক আইনে ধর্ষকদের শাস্তি কার্যকর করা উচিত: আফরোজা আব্বাস

প্রকাশিত: ২১:০১, ১৬ মার্চ ২০২৫

ইসলামিক আইনে ধর্ষকদের শাস্তি কার্যকর করা উচিত: আফরোজা আব্বাস

ছবি: সংগৃহীত

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, দেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার জন্য দ্রুত বিচার ও কঠোর আইন প্রয়োজন। তিনি বলেন, "গতকাল তামান্না আক্তার নামে আট বছর বয়সী একটি শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়। যদি তার মা সময়মতো না থাকতেন, তবে বড় ক্ষতি হতে পারতো। এ ধরনের নরপশুদের বিরুদ্ধে শাস্তি না দিলে তারা কখনোই মানুষের মতো আচরণ করবে না।"

আফরোজা আব্বাস আরও বলেন, "আছিয়া হত্যা এবং অন্যান্য ধর্ষণের ঘটনাগুলোর বিচার না হলে এই ধরনের ঘটনা বাড়তে থাকবে। শেরপুর, ময়মনসিংহসহ বিভিন্ন স্থানে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে।"

তিনি হাসিনার সরকারের ওপর দায় চাপিয়ে বলেন, "গত ১৭ বছরে গণধর্ষণ ঘটেছে, কিন্তু বিচার হয়নি। সেই কারণেই এমন ঘটনা বাড়ছে।"

তিনি নতুন সরকারের কাছে দ্রুত আইনি ব্যবস্থা নিতে এবং ধর্ষকদের জনসমক্ষে শাস্তি দেওয়ার আহ্বান জানান, যাতে অন্যরা ভয় পায়। "জনগণের দাবি আইনে পরিণত করতে হবে এবং ইসলামিক আইনে কঠোর শাস্তি কার্যকর করা উচিত," বলেন আফরোজা আব্বাস।

আবীর

আরো পড়ুন  

×