
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া জেলার তালিকাভুক্ত অন্যতম শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের সর্দার মনেক মিয়াকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার (১৫ মার্চ) দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা থেকে তাকে গ্রেফতার করেছে র্যাব-৯, সিলেট।
র্যাবের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গত ১৫ মার্চ দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঠুলাকান্দি গনিশাহ মাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে নবীনগর থানার মামলা নং-৪ তারিখ-০৩/০২/২০২৫ইং, ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৩৭৯/৫০৬, পেনাল কোড ১৮৬০; এর মূলে ১ জন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।’
গ্রেফতারকৃত আসামি হলেন মন্নাফ মিয়া ওরফে মনেক মিয়া (৫২), পিতা-মৃত সুধন মিয়া, নুরজাহানপুর, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।
মনেক মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার তালিকাভুক্ত অন্যতম শীর্ষ সন্ত্রাসী, ডাকাত দলের সর্দার। এছাড়াও তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায় একাধিক মামলা রয়েছে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষে গ্রেফতারকৃত আসামিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও ডাকাত চক্রদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
রীনা/রাকিব