ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ সংঘবদ্ধ অপরাধী চক্রের দুই সদস্য আটক

সাইফুল ইসলাম, নরসিংদী

প্রকাশিত: ১৯:৫৩, ১৬ মার্চ ২০২৫

নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ সংঘবদ্ধ অপরাধী চক্রের দুই সদস্য আটক

ছবি: সংগৃহীত

নরসিংদীর মনোহরদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ সংঘবদ্ধ অপরাধী চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় একদুয়ারিয়া ইউনিয়নের চঙ্গভান্ডা মুরগি বাজার সংলগ্ন কুহিনুরের বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন - শিবপুর উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি ও আশ্রাফপুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে মামুন প্রধান (৩৫) এবং একই গ্রামের চাকবাড়ীর দেলোয়ার হোসেন খানের ছেলে আজিম খান। এসময় তাদের থেকে দুটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলি, একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মনোহরদী থানা সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চঙ্গভান্ডা এলাকায় অবৈধ অস্ত্র বেচাকেনা হচ্ছে।

এমন তথ্যের ভিত্তিতে মনোহরদী থানার ওসি আব্দুল জব্বারের নেতৃত্বে এসআই মেহেদী হাসান, শাহিনুর আলম, আবেদ আলীসহ পুলিশের একটি দল দ্রুত সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মামুন ও আজিমকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা আরো কয়েকজন কৌশলে পালিয়ে যায়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মনোহরদী থানায় অস্ত্র আইনে একটি মামলার প্রক্রিয়া চলছে।

মনোহরদী থানা পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত দুজন একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজশে বিভিন্ন এলাকায় ছিনতাইসহ নানা অপরাধমূলক কাজ করার উদ্দেশে পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসমূহ নিজেদের হেফাজতে রেখে বিক্রির উদ্দেশ্যে আসছিল। চক্রের পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

আবীর

×