ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ২৮ মার্চ: প্রেস সচিব

প্রকাশিত: ১৯:৫০, ১৬ মার্চ ২০২৫

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ২৮ মার্চ: প্রেস সচিব

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া, চীনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক হবে।

রোববার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন।

প্রেস সচিব জানান, এই সফরের আগে বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি আরও বলেন, চীনের ব্যবসায়ীরা যেন বাংলাদেশে তাদের কোম্পানির বিনিয়োগে আগ্রহী হয়, সেজন্য যথাযথ প্রচেষ্টা নেওয়া হবে।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা এই সফরের চার দিনের মধ্যে প্রথম বাই লেটারাল বৈঠক করবেন। বৈঠকে চীন-বাংলাদেশ সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। বিশেষ করে, বাংলাদেশে শিল্পায়নের বড় একটি কেন্দ্র গড়তে চীনের সহযোগিতা চাওয়া হবে এবং চীন-বাংলাদেশ সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হবে।

এসময় চীনা রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বলেন, তারা এই সফরকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন এবং সফরের মাধ্যমে বড় ধরনের অগ্রগতি হতে পারে বলে আশাবাদী।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

শিহাব

×