
ছবি : জনকণ্ঠ
জুলাই-আগস্ট গণহত্যার প্রথম মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সহযোগী আসামি হিসেবে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল মামুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি আগামী ১৮ মার্চ তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ রোববার (১৬ মার্চ) সকাল ১০টার পর আবদুল্লাহ আল মামুনকে পুলিশের একটি প্রিজনভ্যানে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। পরে তার বিরুদ্ধে গণহত্যা মামলার শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “শেখ হাসিনার কমান্ড বাস্তবায়নে তার ডান হাত ছিলেন সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন। সেই কারণে তাকে সহযোগী আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।”
চিফ প্রসিকিউটর আরও জানান, “শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত গণহত্যা মামলার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি দ্রুত প্রতিবেদন দাখিলের আশাবাদ ব্যক্ত করেন।”
একই দিনে সাভারের আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা সায়েদুর রহমান সুজন, মিজানুর রহমান এবং জাকির হোসেনকে আগামী ১৮ মে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুনানির পর সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে সহযোগী আসামি করার আবেদন গ্রহণ করেন। আগামী ১৮ মার্চ তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে আসহাবুল ইয়ামিন হত্যা মামলার আসামিদের নির্ধারিত তারিখে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্তে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত প্রতিবেদন দাখিল করা হবে।”
আদালতের এই আদেশের পর মামলার তদন্ত প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মো. মহিউদ্দিন