ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে যা বললেন সমন্বয়ক

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

প্রকাশিত: ১৯:২৪, ১৬ মার্চ ২০২৫; আপডেট: ১৯:৩৫, ১৬ মার্চ ২০২৫

নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে যা বললেন সমন্বয়ক

প্রতীকী ছবি

কুমিল্লায় সমন্বয়কের নাম ভাঙিয়ে চাঁদাবাজিসহ নানান অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ উঠেছে। আজ রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে ধরেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক মো. আবু রায়হান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য মো. আবু রায়হান বলেন, কিছু অশুভ শক্তি ও সুবিধাভোগী লোকজন আমার নাম ভাঙিয়ে ভুক্তভোগী কিংবা দুর্নীতিবাজ লোকজনের কাছ থেকে আর্থিক সুবিধা নিচ্ছেন। এরা কখনো আমার ভাই কিংবা বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই পরিচয় দিয়ে এমন নৈতিক কাজ করছেন।

সুবিধাভোগী গোষ্ঠীর বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড তাদের ইতিবাচক কর্মকাণ্ডকে বিতর্কিত করছে জানিয়ে আহ্বায়ক মো. আবু রায়হান দুর্নীতিবাজদের প্রতিহত করতে আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্টদের আহ্বান জানান।

শাহ আলম/রাকিব

×