ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় জামায়াত

স্টাফ রিপোর্টার, নীলফামারী

প্রকাশিত: ১৯:০৮, ১৬ মার্চ ২০২৫

ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় জামায়াত

ছ‌বি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াত ইসলামী ইনসাফের ভিত্তিতে সমাজ গঠন করতে চায় জানিয়ে দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, ‘জামায়াতের কাছেই সব ধর্মের মানুষই নিরাপদ থাকবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে জামায়াত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়।’

আজ রবিবার (১৬ মার্চ) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা শাখার উদ্যোগে জেলা শহরের আশা কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নীলফামারী জেলা জামায়াতের আমির নীলফামারী-১ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী অধ্যক্ষ মওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অঞ্চল টিম সদস্য মওলানা আব্দুর রশীদ। স্বাগত বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির নীলফামারী-২ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ড. খায়রুল আনাম।

উক্ত অনুষ্ঠানে নীলফামারী জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এ্যাডভোকেট আল-ফারুক আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল-মামুদ চৌধুরীসহ কার্যনির্বাহী কমিটির সদস্যদের সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারি মওলানা আন্তাজুল ইসলাম। এছাড়া ইফতার অনুষ্ঠানে জেলার বিভিন্ন সেক্টরের প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন।

তাহমিন/রাকিব

×