ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

সংরক্ষিত বনাঞ্চলের গাছ কাটা ও জমি দখলের অভিযোগে বন বিভাগের চারটি মামলা দায়ের

প্রকাশিত: ১৬:১৬, ১৬ মার্চ ২০২৫; আপডেট: ১৬:২৪, ১৬ মার্চ ২০২৫

সংরক্ষিত বনাঞ্চলের গাছ কাটা ও জমি দখলের অভিযোগে বন বিভাগের চারটি মামলা দায়ের

ছ‌বি: সংগৃহীত

বরগুনা জেলার পাথরঘাটায় উপজেলায় একটি সংরক্ষিত বনাঞ্চল হরিণঘাটা। প্রভাবশালী একটি মহল এই বনের প্রায় এক একর জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় প্রাথমিকভাবে তিনজনের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করেছে বন বিভাগ। বন কর্তৃপক্ষ বলছে, জনবল সংকটের কারণে বিশাল বনভূমিতে নিয়মিত নজরদারি করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।

প্রায় ১৫ হাজার ২৬৯ একর আয়তনের হরিণঘাটা বনাঞ্চল মূলত সুন্দরবনের একটি অংশ। সম্প্রতি সংরক্ষিত এই বনের চরলাঠি মারা অঞ্চলের গাছ কেটে জমি দখল করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে প্রায় ৪০ শতাংশ জমির গেওয়া, কেওড়া ও সুন্দরী গাছ কেটে ফেলা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ফারুক নামের এক ব্যক্তি প্রভাব খাটিয়ে বনের জমি দখলের চেষ্টা করছেন। স্থানীয়রা আরও জানান, ফারুক নামে ওই ব্যক্তি প্রায়ই লোকজন নিয়ে এসে বনের গাছপালা এবং মাটি কেটে নিয়ে যায়। স্থানীয়রা বাধা দিলেও তিনি দলবল নিয়ে তাদের ভয়ভীতি দেখান।

বন বিভাগের এক কর্মকর্তারা জানান, গাছ কাটতে নিষেধ করলে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের ধাওয়া দেয়। এছাড়া স্থানীয়রাও সবসময় তাদের সহযোগিতা করেন না। যারা এই অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে ইতোমধ্যে একাধিক মামলা দায়ের করেছেন বলে জানান এই বন কর্মকর্তা।

অন্যদিকে জমি দখলদারদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি বলেন, ‘হরিণঘাটা রিজার্ভ ফরেস্টের বিভিন্ন অংশে দেখা যায়, ভূমিদস্যুরা প্রায়ই গাছ কেটে নিয়ে যায় এবং জমি দখলের জন্য চেষ্টা করে। তবে উপজেলা প্রশাসন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপারেশন পরিচালনা করে আসছে। আমরা চেষ্টা করছি যাতে সংরক্ষিত এই বনাঞ্চল সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই গড়ে উঠতে পারে।’

 

সূত্র: https://tinyurl.com/mrx7e8zy

রাকিব

×