ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

জেল থেকে হত্যাকারী পালালো, জানানো হলো ৬ মাস পর, বিষয়টি এখনো পরিষ্কার নয়: আবরার ফাইয়াজ

প্রকাশিত: ১২:৪২, ১৬ মার্চ ২০২৫; আপডেট: ১২:৪৫, ১৬ মার্চ ২০২৫

জেল থেকে হত্যাকারী পালালো, জানানো হলো ৬ মাস পর, বিষয়টি এখনো পরিষ্কার নয়: আবরার ফাইয়াজ

ছবিঃ সংগৃহীত

আবরার ফাহাদ হত্যা মামলার আপিলের রায় ঘোষণা করা হয়েছে আজ। এই রায়ের পর আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেন, "এ ঘটনা আমাদের জন্য সম্পূর্ণ হতাশাজনক। আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম, কবে রায় কার্যকর হবে, আর এর মধ্যে হঠাৎ জানতে পারলাম যে, একজন অভিযুক্ত পালিয়ে গেছে।"

আবরার ফাইয়াজ আরও বলেন, "যে ব্যক্তি আবরার ফাহাদকে রুমে ডেকে নিয়ে গিয়েছিল এবং তাকে হত্যার সময় উপস্থিত ছিল, সেই ব্যক্তি জেল থেকে পালিয়ে গেছে। এমনকি এই সময়ে অনেক অভিযুক্তই জেল থেকে পালিয়েছে, কিন্তু কেন এটি ছয় মাস পরে জানানো হলো, সে বিষয়ে কোনো স্পষ্ট উত্তর আমরা পাচ্ছি না।"

এই ঘটনায় নতুন প্রশ্ন উঠেছে, কেন এতদিন এটি গোপন রাখা হয়েছিল এবং কীভাবে এই ধরনের ঘটনা ঘটল। আবরার ফাইয়াজ বলেন, তিনি এখনও এ বিষয়ে পরিস্কার কোনো তথ্য পাননি।

তথ্যসূত্রঃhttps://www.youtube.com/live/qj4VVp8EWgM?si=GZVCUvuA2tk5jvjk

মারিয়া

×