
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ টি ইউ তাজ রহমান।
জনগণের আদেশ, জাতীয় ঐক্য, সকল রাজনৈতিক দলের মতামত ছাড়াই কীভাবে সেকেন্ড রিপাবলিক গঠন করার কথা ভেবে নিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সে বিষয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ টি ইউ তাজ রহমান।
রবিবার (১৬ মার্চ) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
এ টি ইউ তাজ বলেছেন, ‘ড. ইউনূস সাহেবকে যখন এ দেশের রাষ্ট্র ক্ষমতায় বসানো হয়েছিলো, তখন সবাই মিলেই বসিয়েছিলো। সবার একটা সমর্থন ছিলো যে তিনি দেশটাকে একটা জায়গায় নিয়ে যাবেন। জাতীয় ঐক্যের মাধ্যমে সব ঠিক করা হবে। এই আশা ছিলো। কিন্তু সেই জায়গা থেকে ড. ইউনূস সাহেব সরে এসেছেন।’
তিনি দৃষ্টান্ত দেখিয়ে বলেন, ‘আমি যদি একটু ব্যাকে যাই, নেলসন ম্যান্ডেলাকে ২৭ বছর জেলে রাখা হয়েছিলো। তিনি যখন জেল থেকে বের হলেন চার বছর পরে, তখন তিনি প্রেসিডেন্সিয়াল নির্বাচন জিতলেন। সবাই মিলে একসাথে দেশটাকে ঠিক করার জন্য ডাকলেন। দ্বিতীয়বার তিনি আর তা করেননি।’
এ টি ইউ তাজ বলেন, ‘আপনি সংবিধানকে কবর দিবেন মুক্তিযোদ্ধার সামনে বসে। তার আত্মায় লাগবে, গায়ে লাগবে। আপনি সেকেন্ড রিপাবলিক করতে চান। কে বলেছে আপনাকে সেকেন্ড রিপাবলিক করতে? এটার জন্য পাবলিক আপনাকে ম্যান্ডেট দিয়েছে? আর এটার জন্য জাতীয় ঐক্যের দরকার আছে। এবং সব রাজনৈতিক দল মিলে একসাথে বসে আলোচনা করতে হবে।’
তিনি আরও বলেন, ‘বিচার, নির্বাচন এগুলো চলমান প্রক্রিয়া। যা রাতারাতি শেষ হয় না।’
মুমু