ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

গুতেরেসের সঙ্গে বৈঠক শেষে যা বললেন রাজনৈতিক নেতারা

প্রকাশিত: ১১:৫৮, ১৬ মার্চ ২০২৫

গুতেরেসের সঙ্গে বৈঠক শেষে যা বললেন রাজনৈতিক নেতারা

ছবিঃ সংগৃহীত

শনিবার, ১৫ মার্চ, ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে একটি গোলটেবিল বৈঠক করেন। বৈঠকে বিএনপি, জামায়াত-এ-ইসলামী, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল আগস্ট ৫ পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, চলমান সংস্কার প্রক্রিয়া এবং জাতীয় ঐক্যমত কমিশনের কাঠামো। বৈঠকে সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে রাজনৈতিক নেতারা তাদের সংস্কারের প্রস্তাব, আসন্ন নির্বাচন এবং বিগত সরকারের সময়ে গণহত্যার বিচার নিশ্চিত করার বিষয়ে জাতিসংঘের কাছে তাদের মতামত তুলে ধরেন। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতিসংঘের তিনটি প্রতিষ্ঠানে এখনো শেখ পরিবারের তিনজন আত্মীয় কর্মরত আছেন। তিনি জাতিসংঘের মহাসচিবের কাছে বলেন, জাতিসংঘ যেহেতু মানবাধিকারের বিচার চায়, ইনসাফ চায়, তাহলে এই ইনসাফের সূচনা অবশ্যই জাতিসংঘের নিজস্ব অফিস থেকেই হতে হবে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, গণঅভ্যুত্থানের সময় যে ভয়ংকর হত্যাকাণ্ডগুলো ঘটেছে, তার বিচার করতে হবে এবং সেই বিচার আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হওয়া উচিত।

নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকারের সময়েই মৌলিক সংস্কারের ভিত্তিতে সংবিধান সংশোধন করতে হবে, এবং এটি শুধুমাত্র গণপরিষদের মাধ্যমে সম্ভব, পার্লামেন্টে হলে তা টেকসই হবে না।

জামায়াত-ই-ইসলামের নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, বৈঠকে সংস্কার, নির্বাচন, টেকসই গণতন্ত্র ও জাতীয় ঐক্য নিয়ে আলোচনা হয়েছে এবং জাতিসংঘের মহাসচিব সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করেছেন।

তথ্যসূত্রঃ https://youtu.be/z8noCgU0WWU?si=nUGwLlqXUF7IoOFs

মারিয়া

আরো পড়ুন  

×