
ছবি: সংগৃহীত।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরত আসা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর ছড়িয়ে পড়েছে। একটি স্ক্রিনশটের মাধ্যমে দাবি করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করেছেন— "Sheikh Hasina is coming back as Bangladesh PM soon." তবে, রিউমর স্ক্যানারের অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, ডোনাল্ড ট্রাম্প এমন কোনো পোস্ট করেননি।
অনুসন্ধানে দেখা যায়, ট্রাম্পের নাম ব্যবহার করে তৈরি একটি ফ্যান অ্যাকাউন্ট থেকে গত ১৩ মার্চ পোস্টটি করা হয়। অ্যাকাউন্টটির নাম "Donald Junior Trump Update" হওয়ায় স্পষ্ট হয় যে এটি ট্রাম্পের অফিসিয়াল অ্যাকাউন্ট নয়, বরং তার সম্পর্কে নিয়মিত আপডেট প্রদানকারী একটি পেজ।
এক্স প্ল্যাটফর্মের নিয়ম অনুসারে, কেউ প্যারোডি, ধারাভাষ্য বা ফ্যান অ্যাকাউন্ট খুলতে পারলেও বিভ্রান্তি এড়াতে অ্যাকাউন্টের নাম ও বায়োতে ‘প্যারোডি,’ ‘ফেক,’ ‘ফ্যান’ ইত্যাদি শব্দ সংযুক্ত করতে হয়। তবে, অনেক সময় এসব অ্যাকাউন্ট নির্দিষ্ট ফি দিয়ে ব্লু টিক ভেরিফিকেশনও নিয়ে থাকে, যা বিভ্রান্তি আরও বাড়ায়।
ডোনাল্ড ট্রাম্প ছাড়াও ইলন মাস্ক, ভ্লাদিমির পুতিনসহ বিভিন্ন বিখ্যাত ব্যক্তির নামে এক্স-এ ভুয়া অ্যাকাউন্ট রয়েছে। রিউমর স্ক্যানারের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্টের দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
সায়মা ইসলাম