
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান।
ক্ষমতার ভাগ চাইলে রাজনীতি করা সম্ভব না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান।
শনিবার (১৫ মার্চ) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক-শোতে এসব কথা বলেন তিনি।
ফজলুর রহমান বলেন, ‘ক্ষমতার ভাগ চাইলে রাজনীতি করা সম্ভব না। রাজনীতি করতে হলে ক্ষেতের আইলে গিয়ে হাঁটতে হবে। শ্রমিকের বস্তিতে যেতে হবে। কোন বস্তি থেকে ফজরের ওয়াক্তে একটা টিফিন ক্যারিয়ার নিয়ে বের হয়ে গার্মেন্টসে যায় কাজ করতে সেই বস্তিতে যেতে হবে। তারপর হবে রাজনীতি। এত সহজ বিষয় না।’
তিনি আরও বলেন, ‘২৩ বছর বয়সে কমান্ডার থাকা অবস্থায় আমার যেই ক্ষমতা ছিলো, আমার হাতে রাইফেল ছিলো। আমার পাশে ১২০০ অস্ত্র, আমার হাতে ২৭টি এলএনজি ছিলো। বঙ্গবন্ধুর নির্দেশের পর সব অস্ত্র জমা দিয়ে আইসা পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ইকবাল হলে আসছি শাহজাহান সিরাজকে সালাম দিছি, ক্লাসে গেছি সকালবেলা অধ্যাপিকা নাজমা চৌধুরী, মনিরুজ্জামান স্যার, জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক আসছে, স্যালুট দিয়ে বসে আছি। ছাত্র হিসেবে হাতজোড় করে। বলি নাই যে আমাদের একটু ক্ষমতার ভাগ দাও।’
মুমু