ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

রোহিঙ্গা সংকট সমাধানে আমাদের লেগে থাকতে হবে: শফিকুল আলম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:১৫, ১৬ মার্চ ২০২৫; আপডেট: ১০:২৪, ১৬ মার্চ ২০২৫

রোহিঙ্গা সংকট সমাধানে আমাদের লেগে থাকতে হবে: শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুক আলম।

রোহিঙ্গা সংকট সমাধান ইচ্ছা করলেই সম্ভব না। এটার জন্য লেগে থাকতে হবে। বিশ্বের বড় বড় পাওয়ারদের সহযোগিতা নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুক আলম।

শনিবার (১৫ মার্চ) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক-শোতে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, ‘মায়ানমার মনে করে রোহিঙ্গারা তাদের দেশের লোক না। এখান থেকেই উৎপত্তি। এর আলোকেই তারা প্রথমে নাগরিকত্ব কেড়ে নিয়েছে। তারপরে ১৯৭৮ সালে একবারে তাদেরকে তাঁড়িয়ে দিয়েছে, '৯২ এ তাঁড়িয়ে দিয়েছে, '০৬ এ একবার দিয়েছে, '১২ তে একবার দিয়েছে। ২০১৫ তেও কিছু এসেছে। এই পুরো ব্যাপারটা সমাধান করা ইচ্ছা করলেই হয় না। এক্ষেত্রে বড় ধরণের সুপার পাওয়াররা এসে এগুলো জোর করে যে এটা তোমার সমাধান করতেই হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের হাতে আসলে তেমন কিছু নাই এটাকে সমাধান করার মত, আমরা ডিপ্লোম্যাটিক সহযোগিতা নিতে পারি। আমরা বিভিন্ন ওয়ার্ল্ডের বড় বড় পাওয়ারগুলোকে বলতে পারি। সেটা রিজিওনাল পাওয়ার, ভারত হতে পারে। মায়ানমার হতে পারে। একইসাথে আমারিকাসহ বড় বড় সুপার পাওয়ারকেও আমরা বলতে পারি। এর বাইরে আমাদের আর কি করার আছে!’

রোহিঙ্গা সংকট সমাধানের টেকসই সমাধান হিসেবে শফিকুক আলম বলেন, ‘আমাদের লেগে থাকতে হবে। আমাদের বুঝাতে হবে যে যেটা করা হচ্ছে সেটা ভয়ানক রকমের অন্যায়। রোহিঙ্গারা শতাধিক বা সহস্র বছর ধরে মায়ানমারের বাসিন্দা। সেটা তাদের বুঝতে হবে।’

মুমু

×