
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবিঃ সংগৃহীত
ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা নিশ্চিত করে জানানোর পরেও এখন গড়িমসি করা হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘কদিন আগেই না নিশ্চিত করলেন ডিসেম্বরেই নির্বাচন হবে। আবার আজকে খবরের কাগযে পড়লাম এটা জুনেও হতে পারে। সেখানে বলেছেন, যদি স্বল্প মেয়াদী সংস্কার চান তাহলে ডিসেম্বরে। আর যদি দীর্ঘ মেয়াদি সংস্কার চান তাহলে জুনে। এই কথাগুলো বলে সরকারের পক্ষ থেকে ধোয়াসা তৈরি করা হচ্ছে কেন এটা আজকে জনগণের জিজ্ঞাসা। সংস্কারের আবার স্বল্প মেয়াদি কি আর দীর্ঘ মেয়াদি কি? সংস্কার তো চলমান প্রক্রিয়া। আজ আপনি যেটা সংস্কার করছেন, ৫০ বছর পরে সেটির আবার সংস্কার হতে পারে। তাহলে এ কথাটি আসছে কেন যে সংস্কার স্বল্প মেয়াদি হলে ডিসেম্বর আর দীর্ঘ মেয়াদি হলে সেটা জুন। মানুষ ভাবছে আসন্ন নির্বাচন নিয়ে একটা তামাশা তৈরি হচ্ছে।’
মুমু