
ইসলামী বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ ইয়াকুব আলি।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খড়কুটো নয় যে বাতাসে উড়ে যাবে, বা ধূলিকণা নয় যে বৃষ্টিতে মাটির সাথে মিশে যাবে। বলেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ ইয়াকুব আলি।
তিনি বলেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদলের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ইফতার মাহফিলকে আমি স্বাগতম জানাচ্ছি। এবং আমি মনে করি আগামী দিনের বাংলাদেশ গড়ার প্রথম পদক্ষেপ হিসেবে এই ইফতার মাহফিল দিয়ে আমরা শুরু করলাম। আপনারা জানেন, ১৯৭৯ সালে ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়টি স্থাপন করেন এ দেশের বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা, সফল রাষ্ট্রনায়ক এবং আল্লাহ-রাসূলের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপনকারী শহীদ সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান।’’
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল পার্টি সম্পর্কে উপ-উপাচার্য বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে যে জাতীয়তাবাদী ছাত্রদলের সংগঠনটি আছে তা দুই দশক ধরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সংগঠন ছিলো। ছাত্রদলের কমিটিভুক্ত লোকেরা আজকে ডিআইজি। ম্যাজিস্ট্রেট। আমি ব্যক্তিগতভাবে এই সংগঠন থেকে হওয়া প্রো-ভিসি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের ইতিহাসে কোনো দলের এত নেতাকর্মী এত মেধাবী ছিলো না।’
শহীদ জিয়াউর রহমানকে সম্মান প্রদর্শনের দাবি জানিয়ে তিনি বলেন, ‘শহীদ জিয়াউর রহমানের নাম নিতে যদি কারো অস্বস্তি লাগে, আমি তাকে কটু কথা বলবো না। তবে এটাও সত্য শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যদি কেউ বাধা প্রদান করে, আমার জীবনকে আমি বিলিয়ে দেবো।’
মুমু