ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

আমার দেশ আমার প্রাণ, আমার দেশ আমার স্বপ্ন: আমান আযমী

প্রকাশিত: ০৫:২৪, ১৬ মার্চ ২০২৫

আমার দেশ আমার প্রাণ, আমার দেশ আমার স্বপ্ন: আমান আযমী

জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে ও সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী বলেছেন, আমার দেশ আমার প্রাণ, আমার দেশ আমার স্বপ্ন।

রোববার (১৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

আবদুল্লাহিল আমান আযমীর দেওয়া পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

আপনাদের ভালোবাসা, দোয়া, প্রেরণা এবং সমর্থনই আমার শক্তি। দোয়া করবেন যেন মহান আল্লাহ দেশের কাজ করার জন্য আমাকে কবুল করেন, সঠিক পথ দেখান, সুযোগ দেন এবং সাহায্য করেন।

আমার দেশ, আমার প্রাণ; আমার দেশ, আমার স্বপ্ন। 

নোট:
মুনাফেক, কুলাংগার এবং বিকৃত মস্তিষ্কের লোক সব সময়ই ছিল/ থাকে। 
সাইলেন্স ইয দ্য বেস্ট মেডিসিন ফর দেম।

সজিব

×