
ছবিঃ সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটোরিয়ায় উপস্থিত ছাত্র নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেছেন, “আজকের এই সম্মেলনে যারা উপস্থিত আছেন, তারা আসলেই বাংলাদেশের ছাত্র আন্দোলনের মূল নায়ক ও নায়িকা। আমরা দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে এ পর্যন্ত এসেছি, যেখানে বিভিন্ন ছাত্র সংগঠনের ত্যাগ, জেল, রিমান্ড, রক্তের পথ পাড়ি দিয়ে আমরা আজ এখানে দাঁড়িয়ে আছি।”
তিনি আরও বলেন, “এই পরিবর্তিত বাংলাদেশে আমাদের প্রত্যাশা ছিল যে, অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল শক্তি একসাথে মিলিত হয়ে রাষ্ট্র সংস্কার, বিশ্ববিদ্যালয়, কলেজ ও ক্যাম্পাসগুলোর সংস্কারসহ শিক্ষার উন্নয়নে কাজ করবে। তবে সেই প্রত্যাশা এখনো পূর্ণ হয়নি। আমরা আশাবাদী যে, সব ছাত্র সংগঠন একসাথে কাজ করতে পারবে।”
এসময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও পরিসংখ্যান বিষয়ে একটি পরিষদ রয়েছে, যেখানে এখনো কার্যক্রম চলমান রয়েছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে সেখানে অভ্যুত্থানে অংশগ্রহণকারী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্রিয় সকল ছাত্র সংগঠনের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।”
বিন ইয়ামিন মোল্লা ছাত্র সংসদ নির্বাচনের গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, “বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সংস্কার আনতে হলে ছাত্র সংসদ নির্বাচনের কোন বিকল্প নেই। আমাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পরিবর্তন আনতে হবে, এবং সেই পরিবর্তন ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আসবে।”
তিনি আরও বলেন, “আমরা চাই না, ৫ আগস্ট পরবর্তী সময়ে বর্তমান সরকারকে কাজে লাগিয়ে কোন রাজনৈতিক ক্যু বা অরাজনৈতিক ছায়ায় ক্ষমতা দখলের চেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভূখণ্ডে হোক। এটি প্রতিটি ছাত্র সংগঠনের দায়িত্ব এবং বিশ্ববিদ্যালয়ের স্টেকহোল্ডারদেরও এই দায়িত্ব পালন করা উচিত।”
মারিয়া