
ছবিঃ সংগৃহীত
দেশের মানুষের জন্য যেটা মঙ্গল সেভাবেই কাজ করব বলে মন্তব্য করেছেন বিএনপির সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল।
তিনি বলেন, আমাদের দলের প্রধান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘদিন আমাদের দলকে পরিচালনা করছে৷ এই স্বৈরাচারের দখলে থাকায় দেশের যে অবস্থা ছিল, সেটা নিয়ে তিনি সবসময় আমাদের দিক নির্দেশনা দিয়েছে। সবসময় বলেছে শান্তিপূর্ণ ভাবে জনগণের কাছে গিয়ে, জনগণকে সাথে নিয়ে এ দেশে আমাদের রাজনীতি করার নির্দেশ দিয়েছেন। তেমনিভাবে আমরা যে যেখানে আছি, যেমন- আমি সাংস্কৃতি বিষয়ক সম্পাদক। সংস্কৃতি নিয়েই আমার রাজনীতি।
সেখানে যারা স্বৈরাচারের দোসর আছে সাংস্কৃতিক অঙ্গনে, তাদের অনেকের যোগ্যতা না থাকলেও বিভিন্ন অন্যায় সুবিধা দিয়েছিল স্বৈরাচারী সরকার। তাই আমরা চেষ্টা করছি মেধাবী যারা আছে তাদের তুলে নিয়ে আসার এই অঙ্গনে।
সামনে নির্বাচন হলে জনগণ যদি বিএনপিকে রায় দিয়ে ক্ষমতায় আনে, সেইক্ষেত্রে আমাদের কাজ করতে সুবিধা হবে। তারপরেও যদি জনগণ আমাদের না চায়, তাহলে আমরা অতীতে যেমন কাজ করেছি, সামনেও দেশ ও জনগণের জন্য যেটা মঙ্গল সেভাবেই কাজ করব৷ সাংস্কৃতিক অঙ্গনে তরুণরাই নেতৃত্ব দিয়ে থাকে, আমরা প্রবীণরা তাদের পথপ্রদর্শক হিসেবে কাজ করি।
রিফাত