ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

ফরহাদ মজহার

গণঅভ্যুত্থান কখনোই সফল হতো না যদি খালেদা জিয়া আপোষহীনভাবে সরকারের বিরুদ্ধে না থাকতেন

প্রকাশিত: ০১:২৬, ১৬ মার্চ ২০২৫; আপডেট: ০১:২৭, ১৬ মার্চ ২০২৫

গণঅভ্যুত্থান কখনোই সফল হতো না যদি খালেদা জিয়া আপোষহীনভাবে সরকারের বিরুদ্ধে না থাকতেন

ছবিঃ সংগৃহীত

কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার মন্তব্য করেছেন, আমাদের কথা যখন বিএনপি শোনা বন্ধ করে দিয়েছে, তখন থেকে বিএনপির পতন শুরু হয়েছে । তিনি আরও বলেন, “বর্তমান সরকার নির্বাচিত সরকার, তবে তাদের রাজনৈতিক জ্ঞান সঠিকভাবে নেই। 

নির্বাচন নিয়ে দ্রুততাকে কেন্দ্র করে তিনি বলেন, নির্বাচন বলতে তারা যেটা বোঝায়  তাদের কাছে যেহেতু টাকা আছে, সেহেতু তারা নির্বাচন চায় যাতে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে।

এসময় তিনি, বিএনপির প্রতি নতুন গঠিত দলের বিপক্ষে না যাওয়ার হুঁশিয়ারি তুলে বলেন, “যতক্ষণ আমাদের শ্বাস-প্রশ্বাস আছে, ততক্ষণ আমরা বাচ্চাদের পক্ষেই থাকবো।” ফরহাদ মজহার আরও মন্তব্য করেন যে, যারা ইতিহাস এবং অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়নি, তারা একদিন বঙ্গোপসাগরে ডুবে যাবে। 

ফরহাদ মজহার বিএনপির বিরুদ্ধে তার কোন অভিযোগ নেই উল্লেখ করে বলেন, “এই গণঅভ্যুত্থান কখনোই সফল হতো না যদি খালেদা জিয়া আপোষহীনভাবে সরকারের বিরুদ্ধে না থাকতেন। তিনি যথেষ্ট হামলা, মামলা এবং নির্যাতন সহ্য করেছেন, যা এই আন্দোলনের সফলতার জন্য গুরুত্বপূর্ণ ছিল।”

তথ্যসূত্রঃ https://youtu.be/m1W8GxCfzsw?si=n7OAas69ig4rfp1v

মারিয়া

×