ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

শেখ হাসিনা প্রেস কনফারেন্স না, করতেন তেল কনফারেন্স: প্রেস সচিব

প্রকাশিত: ০১:০১, ১৬ মার্চ ২০২৫

শেখ হাসিনা প্রেস কনফারেন্স না, করতেন তেল কনফারেন্স: প্রেস সচিব

ছবিঃ সংগৃহীত

শেখ হাসিনা যখন সাংবাদিকদের ডাকতেন ওই পুরোটাই তেলের ছড়াছড়ি ছিল। সবাই তেলের ড্রাম নিয়ে আসতো তাকে তেলের ড্রামে চুবানোর জন্য বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম। একটি বেসরকারি গণমাধ্যমে তিনি এ কথা বলেন। 

উপস্থাপকের প্রশ্ন ছিল, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে ড. মোহাম্মদ ইউনূস বাংলাদেশের দুই-একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেও বাংলাদেশের বেশিরভাগ গণমাধ্যমকেই সাক্ষাৎকার দিচ্ছেন না বা প্রেস কনফারেন্সে মুখোমুখি হচ্ছেন না, এই বিষয়ে আপনি কী বলতে চান?

জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, আন্তর্জাতিক যে প্রাকটিস সেখানে প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট ওনারা কিন্ত সাংবাদিকদের সামনে সেভাবে আসে না সাধারণত প্রেস কনফারেন্স বা জয়েন্ট প্রেস কনফারেন্স ছাড়া। অন্যান্য অকেশনে তারা আসেন না, সেখানে প্রেস সেক্রেটারি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেয় বা কোন বার্তা দেয়।

প্রেস সচিব বলেন, আগে যেটা ছিল শেখ হাসিনা প্রেস কনফারেন্স করতেন, প্রেস সেক্রেটারি কখনো করেন নাই। শেখ হাসিনা মাসে একবার, বা তারও বেশি প্রেস কনফারেন্স করতেন। তিনি যখন সাংবাদিকদের ডাকতেন ওই পুরোটাই তেলের ছড়াছড়ি ছিল। সবাই তেলের ড্রাম নিয়ে আসতো তাকে তেলের ড্রামে চুবানোর জন্য। এই পুরো প্রক্রিয়াটিই ভুল। অনেক সিনিয়র সাংবাদিকর আসতো, দেখা যেত প্রশ্ন করার থেকে হাসিনার গুণকীর্তন বেশি করছে। এটা তো প্রেস কনফারেন্স না, এটা তেল কনফারেন্স।

এই তেল কনফারেন্স সত্যিকার অর্থে আমরা চাইনা। আমরা প্রতি সপ্তাহে ৩টা প্রেস কনফারেন্স করি, ওখানে সুনির্দিষ্ট প্রশ্ন থাকে, সবার জন্য ওপেন করে দিয়েছি আমরা। সবাই প্রশ্ন করে, আমরা উত্তর দেই। প্রধান উপদেষ্টার হয়ে আমরা উত্তর দেই, এটা আন্তর্জাতিক রীতি।

 

সূত্রঃ https://www.facebook.com/share/v/1C7TTLVMKj/

রিফাত

আরো পড়ুন  

×