ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

সংস্কার নিয়ে জাতিসংঘ মহাসচিব কোন কথা বলেননি: মির্জা ফখরুল

প্রকাশিত: ০০:৫৬, ১৬ মার্চ ২০২৫

সংস্কার নিয়ে জাতিসংঘ মহাসচিব কোন কথা বলেননি: মির্জা ফখরুল

ছবিঃ সংগৃহীত

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশে বিভিন্ন খাতে সংস্কার প্রক্রিয়ার বিষয়ে কোনো কথা বলেননি, এমনটা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আসলে এই গোলটেবিল বৈঠকটি আমি ঠিকভাবে বুঝতে পারিনি। জাতিসংঘের উদ্যোগে একটি গোলটেবিল বৈঠক আহ্বান করা হয়েছিল, যেখানে রাজনৈতিক দলের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন, যারা বেশ নির্বাচিত (সিলেক্টেড) ছিলেন, এবং কমিশনের প্রধানরাও উপস্থিত ছিলেন। মূলত, এখানে সংস্কারের বিষয়ে আলোচনা হয়েছে এবং জাতিসংঘের মহাসচিবকে অবহিত করা হয়েছে।

আসিফ নজরুল সংস্কারের বিষয়ে জাতিসংঘ মহাসচিবকে জানান বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, “আমরা আমাদের বক্তব্যের মধ্যে যে বিষয়গুলি বলেছি, তা আগেও বলেছি। আমরা তো আগেই সংস্কারের কথা বলেছিলাম, সেই সংস্কারটি তাড়াতাড়ি করতে হবে। নির্বাচনকেন্দ্রিক যে বিষয়গুলো আছে, সেগুলো দ্রুত সম্পন্ন করতে হবে এবং পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলো করতে হবে। এটি একটি চলমান প্রক্রিয়া, এবং আমরা সেগুলোই উল্লেখ করেছি।”

মির্জা ফখরুল বলেন, "সংস্কার নিয়ে জাতিসংঘ মহাসচিব কোনো মন্তব্য করেননি। আমরা সংস্কার সম্পর্কিত কোনো নির্দিষ্ট টাইমফ্রেমের কথা বলিনি, কারণ এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়।"

তথ্যসূত্রঃ https://youtu.be/YBRRDqjcxcE?si=dBbYq3nP3ximVBjL

মারিয়া

আরো পড়ুন  

×