ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

আওয়ামী লীগ দেশে ফিরে রাজনীতি করুক, জামায়াতও চায় না: জামায়াত আমির

প্রকাশিত: ০০:২৭, ১৬ মার্চ ২০২৫; আপডেট: ০০:২৮, ১৬ মার্চ ২০২৫

আওয়ামী লীগ দেশে ফিরে রাজনীতি করুক, জামায়াতও চায় না: জামায়াত আমির

ছবিঃ সংগৃহীত

জামায়াত ইসলামী আমির ড. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ আবারও দেশে ফিরে রাজনীতি করুক, জামায়াতও তা চায় না। তিনি এই মন্তব্য করেন সন্ধ্যায় এক ইফতার মাহফিলে। ড. শফিকুর রহমান আরও বলেন, যারা দেশ থেকে পালিয়ে যায়, তাদের দেশের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা নেই। তিনি বলেন, যারা অন্যায়ভাবে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, তাদের একজনকেও জেলে রাখা উচিত নয়।

এছাড়া, জামায়াতের আমির সাবেক জামায়াত নেতা এটিএম আজহারুল রহমানের মুক্তির দাবি জানান। তিনি জাতীয় স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, মৌলিক সংস্কারের জন্য জামায়াত যেটুকু সময় প্রয়োজন তা দিতে চায়। তিনি আরও বলেন, “আমরা সবাই বলছি সংস্কার প্রয়োজন, কতটুকু প্রয়োজন সেটা নিয়ে হয়তো কিছু মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সংস্কার যে প্রয়োজন, এ ব্যাপারে কোন মতপার্থক্য নেই।”

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/1Da7e2FZdx/

মারিয়া

আরো পড়ুন  

×