ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

দেশটা সবার, ধর্ম যার যার: মাওলানা মির্জা ইয়াসিন আরাফাত

প্রকাশিত: ২৩:২৩, ১৫ মার্চ ২০২৫

দেশটা সবার, ধর্ম যার যার: মাওলানা মির্জা ইয়াসিন আরাফাত

ইসলামী চিন্তাবিদ মাওলানা মির্জা ইয়াসিন আরাফাত এক অনুষ্ঠানে বলেছেন, "দেশটা সবার, ধর্ম যার যার।" তিনি তার বক্তব্যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ তুলে ধরেন এবং বর্তমান সমাজের কিছু ভুল এবং অসঙ্গতিপূর্ণ আচরণের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

মির্জা ইয়াসিন আরাফাত বলেছেন, "আমাদেরকে আসলে শিখানো হচ্ছে ভুল। বলা হচ্ছে, 'ধর্ম যার যার, উৎসব সবার'—এটা একেবারে ফালতু কথা, ধোঁকাবাজি কথা, কুফরি কথা।" তিনি আরও বলেন, "বরং, আমাদের বক্তব্য হবে, 'দেশটা সবার, ধর্ম যার যার।'"

মাওলানা আরাফাত তার বক্তব্যে বলেন, "এদেশটা সবার, এখানে সকল ধর্মের মানুষ বসবাস করবে। যার যার ধর্ম সে পালন করবে, কিন্তু কেউ কারো ধর্মের উপর আঘাত করবে না, কেউ কারো ধর্ম নিয়ে কটুক্তি করবে না।"

তিনি আরও যোগ করেন, "এই সম্প্রীতির বুঝটা যদি আমাদের মধ্যে আসে, তাহলে কিন্তু এমন অশান্তি সৃষ্টি হবে না। আমরা যা দেখছি এগুলো কোনভাবেই কাম্য নয়। এসব যে কাজগুলো হচ্ছে, তা সমাজের এবং মানবতার দুশমন।"


মাওলানা মির্জা ইয়াসিন আরাফাত বলেন, "আমরা ছোটবেলায় অনেক ইতিহাস শুনেছি। এমন একটি ইতিহাস ছিল যেখানে এক হিন্দু ব্যক্তি তার ছোট্ট শিশুকে নিয়ে বাজারে যাচ্ছিলেন। শিশুটি বাজারে কলা খাচ্ছিল, এবং তখন বাবা তাকে ধমক দিয়ে বললেন, 'এটা মুসলমানদের রমজান মাস, আর তুমি প্রকাশ্যে খাবার খাচ্ছো?' এই ছিল আমাদের দেশের সম্প্রীতি।"


তিনি আরও বলেন, "আজকে আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু ছাত্রছাত্রী পড়াশোনা করছে, এবং একটি রমজান মাস চলাকালীন সময়ে ৯০ থেকে ৯২ ভাগ মুসলমানের দেশে তাদের সিয়াম সাধনার প্রতি আমাদের সম্মান দেখানো উচিত। আমরা দেখেছি, হিন্দু-মুসলিম একত্রিত হয়ে ইফতার করছে। এইটাই সম্প্রীতি।"


এছাড়া, মাওলানা মির্জা ইয়াসিন আরাফাত বলেন, "রাষ্ট্রীয় আইন অনুযায়ী গণতান্ত্রিক দেশে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ। এখন কেউ যদি বলুক, 'এই বিষয়টা কষ্টকর', তাহলে আজকে সেটা অপরাধ হয়ে যায়? এমনটা কেন হচ্ছে?"



তিনি বলেন, "দেশটা সবার, ধর্ম যার যার। আমরা যদি মানুষের প্রতি সম্মান জানাতে শিখি, তাহলে সমাজে শান্তি বজায় থাকবে। সমাজে এমন কষ্টদায়ক কাজগুলো পরিহার করা উচিত।"


তিনি আরও বলেন, "পাবলিক ট্রান্সপোর্টে বা যেকোনো জায়গায় প্রকাশ্যে ধূমপান করা বিরক্তিকর। আপনি যদি কখনো দেখেন একজন মহিলা বা পুরুষ বাসে আছেন এবং তাদের কাছে সিগারেটের ধোঁয়া আসে, তাহলে তারা সেই ধোঁয়া থেকে খুব কষ্ট পেতে পারে। ইসলামে মানুষকে কষ্ট দেওয়া হারাম।"


তিনি নবীজির শিক্ষা তুলে ধরে বলেন, "রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইহুদির লাশ দেখে বলেছিলেন, 'আমি কি মানুষকে সম্মান দেব না?'"


শেষে তিনি বলেন, "আজকে কোথায় আমাদের মানবতা? কোথায় আমাদের সভ্যতা? এসব বিষয়গুলো কখনই একজন সুস্থ, শিক্ষিত মানুষ করতে পারে না।"


সূত্র:https://tinyurl.com/yc76sy2p
 

আফরোজা

আরো পড়ুন  

×