ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

সব বিষয়ে সবার স্বাধীনতা অনুচিত: মাওলানা মির্জা ইয়াসিন আরাফাত

প্রকাশিত: ২৩:১৪, ১৫ মার্চ ২০২৫; আপডেট: ২৩:২৪, ১৫ মার্চ ২০২৫

সব বিষয়ে সবার স্বাধীনতা অনুচিত: মাওলানা মির্জা ইয়াসিন আরাফাত

ইসলামী চিন্তাবিদ মাওলানা মির্জা ইয়াসিন আরাফাত বলেছেন, "সব বিষয়ে সবার স্বাধীনতা অনুচিত।" তিনি তার বক্তব্যে আরও বলেন, "অনেক বৈধ কাজ আপনি সব জায়গায় করতে পারবেন না, কারণ কিছু কাজের জন্য নির্দিষ্ট সময়, স্থান এবং নিয়মের প্রয়োজন।"


মাওলানা আরাফাত তার বক্তব্যে আরও যোগ করেন, "সম্প্রতি একটি ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমগুলোতে আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। ঘটনাটি ছিল এমন, যেখানে একজন মুসল্লি বলেছিলেন, 'ধূমপান বন্ধ করুন, নামাজিরা এবং রোজাদারের জন্য এটি কষ্টকর।কিন্তু তার এ কথা বলার পর কিছু লোক তার উপর গরম চা ছুঁড়ে মারে, যা অত্যন্ত দুঃখজনক।"

মাওলানা মির্জা ইয়াসিন আরাফাত বলেন, "রাষ্ট্রীয় আইন অনুযায়ী গণতান্ত্রিক দেশে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ। এখন কেউ যদি বলুক, 'এই বিষয়টা কষ্টকর', তাহলে আজকে সেটা অপরাধ হয়ে যায়? এমনটা কেন হচ্ছে?"

তিনি এক ইসলামিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আরও বলেন, "আপনি যখন এয়ারপোর্টে যান এবং বিমানে ওঠেন, তখন কি আপনি সিগারেট খেতে পারবেন? কি আপনি বলতে পারেন যে এটা আপনার স্বাধীনতা? সব জায়গায় সব স্বাধীনতা চাওয়া হাস্যকর। সব পরিস্থিতিতে স্বাধীনতা চাওয়ার কোনও ভিত্তি নেই।"


এ প্রসঙ্গে তিনি উদাহরণ হিসেবে বলেন, "ধরুন, আপনি যদি একটি ছোট্ট বাচ্চাকে ব্লেড নিয়ে খেলতে দেন, এবং পরবর্তীতে যদি আপনি বলেন যে তাকে ব্লেড রাখার স্বাধীনতা দেওয়া হোক, সে কি সেই স্বাধীনতার মূল্য বুঝবে? না, সে তার নিজের হাত কেটে ফেলবে কিংবা শরীর কেটে ফেলবে।"


মাওলানা ইয়াসিন আরাফাত তার বক্তব্যের আরও এক পর্যায়ে বলেন, "এগুলো আমাদের ভালোভাবে বুঝতে হবে। যদি আমাদের মধ্যে ন্যূনতম কমনসেন্স থাকে, তাহলে আমরা এসব বিষয়ের গুরুত্ব বুঝতে পারব এবং নিজেদের জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে পারব।"


শেষে, মাওলানা মির্জা ইয়াসিন আরাফাত বলেন, "আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, যেন আমরা আমাদের স্বাধীনতা ও সীমারেখা সঠিকভাবে চিনতে পারি এবং সেগুলোর সঠিক ব্যবহার করতে পারি।"


সূত্র:https://tinyurl.com/yc76sy2p

আফরোজা

×