
ছবি: সংগৃহীত।
জুলাই অভ্যুত্থানের সামনের সারির নেতাদের নিয়ে যারা কুৎসা রটায়, তারা ফ্যাসিবাদের দোসর বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
আজ (১৫ মার্চ) জাতীয় জাদুঘরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সেখানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার লেখা গণঅভ্যুত্থানবিষয়ক বই ‘মাতৃভূমি অথবা মৃত’ এর মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে বক্তৃতাকালে আসিফ মাহমুদ বলেন, "জুলাই অভ্যুত্থানের সঠিক ইতিহাস সংরক্ষিত না হলে আবারও ফ্যাসিবাদের জন্ম হতে পারে।"
এদিকে, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন, যাতে ভবিষ্যতে দেশে আর ফ্যাসিবাদের পুনর্জন্ম না হয়।
সায়মা ইসলাম