ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

আমরা স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছি, কিন্তু কিছু মানুষ তা চাচ্ছে না: প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ২২:৫৭, ১৫ মার্চ ২০২৫; আপডেট: ২২:৫৯, ১৫ মার্চ ২০২৫

আমরা স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছি, কিন্তু কিছু মানুষ তা চাচ্ছে না: প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফর দেশের মানুষের জন্য নতুন আশা নিয়ে এসেছে। তার কথা শুনে সবাই উচ্ছ্বসিত। তার আগমনে দেশে ঈদের আনন্দ শুরু হয়ে গেছে, যদিও রমজান মাস চলছে।

অধ্যাপক ইউনূস বলেন, "আমাদের প্রিয় বন্ধু আন্তোনিও গুতেরেস, আপনার এই সফর জাতিকে নতুন উদ্দীপনা দিয়েছে। আমরা এখন রমজান মাসের মাঝপথে, কিন্তু আপনার আসায় ঈদ যেন আগে থেকেই শুরু হয়ে গেছে।"

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস শুধু দেশের জন্য নয়, বিশ্বের জন্য একটি বড় দৃষ্টান্ত। "আমাদের তরুণরা নিজের জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছে, যা নতুন বাংলাদেশের শুরু," তিনি জানান।

অধ্যাপক ইউনূস বলেন, গুতেরেসের বক্তব্য দেশের সবাই মনোযোগ দিয়ে শুনেছে এবং তা তাদের আরও শক্তিশালী করেছে। বাংলাদেশে এবং বিদেশে যারা আছে, তারা আপনার কথা শোনার পর আরও দৃঢ়প্রতিজ্ঞ হয়েছে।

তিনি সতর্ক করে বলেন, কিছু মানুষ মিথ্যা প্রচারের মাধ্যমে বাংলাদেশের অগ্রগতি বাধাগ্রস্ত করতে চায়। "আমরা কঠোর পরিশ্রম করে স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, কিন্তু কিছু মানুষ আমাদের পথ আটকে দিতে চায়। আমরা চাই, আমাদের বিভ্রান্তিকর প্রচারণা থেকে রক্ষা করুন। বাকি কাজ আমরা নিজেরাই করতে পারব।"

অধ্যাপক ইউনূস বলেন, গুতেরেসের সাথে বৈঠক জাতির ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হবে। "বাংলাদেশিরা নানা বিষয়ে মতানৈক্য করতে পারে, তবে আমরা সবাই এক বিষয় নিয়ে একমত—নতুন বাংলাদেশ গড়তে চাই।"

ভিডিও দেখুন: https://youtu.be/k2sQPq9pHvs?si=OklGT5jpTyCfkOVR

এম.কে.

×