
ছবিঃ সংগৃহীত
সম্প্রতি এক বিবৃতিতে বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেন, খুনি হাসিনার বিচার আর কেউ করতে না পারুক, বিএনপি অবশ্যই করবে, ইনশাআল্লাহ।
ইশরাক হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে যারা ছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানান এবং উল্লেখ করেন যে, তারা এখন একটি নতুন রাজনৈতিক দল, জাতীয় নাগরিক পার্টি গঠন করেছেন। বিএনপি তাদের অভিনন্দন জানিয়ে তাদের রাজনৈতিক পরিসরে স্বাগত জানিয়েছে। তিনি আরও বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী এবং আমরা একটি প্রতিযোগিতামূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে চাই, যাতে জনগণ তাদের ভোটে বিএনপিকে আবার ক্ষমতায় নিয়ে আসতে পারে।
তিনি বলেন, "আমরা জনগণের সেবা করতে চাই এবং প্রতিযোগিতার মাধ্যমে এক উন্নত রাষ্ট্র গড়তে চাই। আমাদের কার্যক্রমের মাধ্যমে জনগণ আমাদের সমর্থন দেবে এবং বিএনপিকে ক্ষমতায় আনবে। তবে, যদি জনগণ মনে করে অন্য কোন দল রাষ্ট্র পরিচালনা করবে, আমরা তাদের সম্মান জানিয়ে তাদের সাহায্য করবো। এতে আমাদের কোনো দ্বিমত নেই।"
ইশরাক হোসেন আরও বলেন, বিএনপি কখনোই ক্ষমতার লোভে রাজনীতি করবে না। তিনি উল্লেখ করেন, "যদি আমরা ক্ষমতার জন্য রাজনীতি করতাম, তাহলে ২০১৪ সালে হাসিনার শর্তে নির্বাচনে অংশগ্রহণ করতাম, এর ফলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে যেতে হতো না। আমাদেরও এত গুম, খুন, হত্যাকাণ্ডের শিকার হতে হতো না।"
তিনি বলেন, "৮ বছরের শিশু এবং গর্ভবতী নারীরাও হাসিনার সরকারের গণহত্যার শিকার হয়েছে, আর কেউ করুক বা না করুক তাদের বিচার বিএনপি অবশ্যই করবে।"
মারিয়া