ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

আছিয়াদের বাড়িতে ডা. শফিকুর

হত্যাকারীদের বিরুদ্ধে দ্রুত  বিচার দেখতে  চাই

নিজস্ব সংবাদদাতা, মাগুরা

প্রকাশিত: ২২:৩১, ১৫ মার্চ ২০২৫

হত্যাকারীদের বিরুদ্ধে দ্রুত  বিচার দেখতে  চাই

.

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা আছিয়ার হত্যাকারীদের বিরুদ্ধে বিচার দ্রুত দেখতে চাই। তাহলে এই পরিবারটি মানসিক শান্তি পাবে। আমরা কোনো মব জাস্টিস দেখতে চাই না। বিচার তার আপন গতিতে এগিয়ে যাক। তিনি বলেন, আছিয়ার পরিবারকে সান্ত¡না জানাতে এসেছি, দোয়া নিতে এসেছি। তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করতে এসেছি। এ সময় তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, শুধু আছিয়া নয় আছিয়ার বিষয়টি অবশ্যই এর পাশাপাশি সমাজে ভয়ংকর অপরাধ সংঘটিত হলে সত্যকে সত্য, সাদাকে সাদা, কালোকে কালো হিসেবে তুলে ধরুন। 
শনিবার সকাল ১০টার দিকে হেলিকপ্টারযোগে তিনি মাগুরায় পৌঁছান। প্রথমে তিনি শ্রীপুরের সোনাইকুন্ডি গ্রামের গোরস্তানে শায়িত আছিয়ার কবর জিয়ারত করেন। পরে তিনি কবরের পাশে দাঁড়িয়ে মোনাজাত করেন। এ সময় তার সঙ্গে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
এরপর তিনি সোনাইকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার আয়োজনে শিশু আছিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে যোগ দেন। মাগুরা জেলা শাখার আমির অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা. আব্দুল্লাহ মো. তাহের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোবারক হুসাইনসহ স্থানীয় ও জেলা নেতৃবৃন্দ। 
দোয়া অনুষ্ঠান শেষ করে তিনি আছিয়ার গ্রামের বাড়ি শ্রীপুরের জারিয়া গ্রামে যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। আছিয়ার আত্মীয়-স্বজনরা উপস্থিত থাকলেও তার বড় বোনের অসুস্থতার জন্য মা উপস্থিত ছিলেন না। 

আরো পড়ুন  

×