
ছবিঃ সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আজকের বাংলাদেশে বর্তমানে জনগন সকলে প্রত্যাশা করছে এদেশে শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে নতুন একটি শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করার, ঠিক সে সময়ে আমরা দেখতে পাচ্ছি যারা কথিত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার তারা বিদেশে গিয়ে এবং দেশে থেকে নানা ধরনের ষড়যন্ত্রের সৃষ্টি করছে, নানারকমের অশান্তির সৃষ্টি করছে, এটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়"।
তিনি আরও জানান, “এই সরকার ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র ও জনগণের গণআন্দোলনের ফসল হিসেবে ক্ষমতায় আসার পর জনগণকে আশ্বস্ত করেছিল যে, তাদের অধিকার প্রতিষ্ঠা করবে। আর জনগনের অধিকার বলতে আমরা বুঝি তাদের প্রথম অধিকার ভোটের অধিকার। ১৬ বছর ধরে জনগণ তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত। এখন জনগণের প্রত্যাশা হচ্ছে, তাদের ভোটের অধিকার ফিরে পাবে। এই বিষয়টি নিয়েই কিন্তু নানা ধরনের ষড়যন্ত্র চলছে, যাতে করে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বে হয়, তার জন্য নানা ধরনের ষড়যন্ত্র চলছে উছিলা চলছে।”
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, "কিছু মহল সংস্কারের উছিলায় নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। চলমান পদ্ধতিতে কোনও সরকারের একার পক্ষে নির্বাচনী সংস্কার সম্ভব নয়, বিশেষ করে সীমিত সময়ে।"
মারিয়া