ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় রাশিয়া

প্রকাশিত: ২১:৪৯, ১৫ মার্চ ২০২৫

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় রাশিয়া

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, রাশিয়ার বর্তমান রাষ্ট্রদূত সম্প্রতি জামায়াতের অফিসে সফর করেছেন। 

এটি প্রথমবারের মতো কোনো রাশিয়ান রাষ্ট্রদূতের জামায়াত অফিসে আনুষ্ঠানিক সফর। সাক্ষাৎকালে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক, বিনিয়োগ এবং জামায়াতে ইসলামীর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

ডা. তাহের জানান, উভয় পক্ষ বাংলাদেশে রাশিয়ার বিনিয়োগ বৃদ্ধি এবং সমর্থন নিয়ে একমত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার সময় রাশিয়ার ভূমিকার জন্য জামায়াত কৃতজ্ঞতা প্রকাশ করেছে। রাশিয়ান রাষ্ট্রদূত জামায়াতে ইসলামীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে আগ্রহ প্রকাশ করেছেন, এবং জামায়াতও রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই সম্পর্ক আন্তর্জাতিক বিষয় এবং বাংলাদেশের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে।

শিলা ইসলাম

আরো পড়ুন  

×