ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

লজ্জা-লজ্জা, আমরা ৮ বছরের একটি শিশুর ইজ্জতের নিরাপত্তা দিতে পারিনি: ড. শফিকুর রহমান

প্রকাশিত: ২০:৫৫, ১৫ মার্চ ২০২৫; আপডেট: ২০:৫৬, ১৫ মার্চ ২০২৫

লজ্জা-লজ্জা, আমরা ৮ বছরের একটি শিশুর ইজ্জতের নিরাপত্তা দিতে পারিনি: ড. শফিকুর রহমান

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে একটি ন্যায়, ইনসাফ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ড. শফিকুর রহমান। তিনি বলেন, "আমাদের চাহিদা ছিল একটি নিরাপদ এবং বৈষম্যহীন বাংলাদেশ, কিন্তু দুঃখের বিষয়, সেই চাহিদা এখনো পূর্ণ হয়নি। আমরা আজও সমাজের নানা ক্ষেত্রে অস্থিরতা ও অন্যায় অপকর্মের শিকার হচ্ছি, যা যুগের পর যুগ চলছে। কখনো এর মাত্রা কম, কখনো বেড়ে যায়, তবে কখনোই জুলুম থেমে যায়নি।" 

তিনি আরও বলেন, "দেশের মানুষ এখনও নিপীড়ন ও জুলুমের শিকার। মাত্র দুইদিন আগে, জুলুমের নিদারুণ শিকার হয়ে  মাত্র দুইদিন আগে সারা বাংলাদেশের মানুষকে কাঁদিয়ে ৮ বছরের একটা শিশু সদ্যহীন চিৎকার দিয়ে বলে গেছে ‘লজ্জা-লজ্জা! এই সমাজ লজ্জা, এই দেশ লজ্জা, এই জাতি লজ্জা।’ আমরা ৮ বছরের একটা শিশুর ইজ্জতের নিরাপত্তা দিতে পারিনি"।

ড. শফিকুর রহমান তার বক্তব্যে রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "রাষ্ট্রের পক্ষে এই ধরনের অপরাধ দমন করা সম্ভব। ঘরে ঘরে পুলিশ পাঠিয়ে, এই ধরনের অপকর্মগুলো বন্ধ করা রাষ্ট্রের দায়িত্ব। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, রাষ্ট্র যেন তার নাগরিকদের সত্যিকার মানবিক মূল্যবোধ ও সুশিক্ষা দিতে পারে, যা কুসংস্কার ও অন্যায়কে ঠেকাতে সহায়ক হবে।"

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/18jyFuzfHk/

মারিয়া

×