
ছবি: সংগৃহীত
জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস বলেছেন, রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ যে মানবিক সহায়তা অব্যাহত রেখেছে, তা আন্তর্জাতিক সম্প্রদায়ের উপেক্ষা করার সুযোগ নেই।
শনিবার (১৫ মার্চ) বিকেলে রাজধানীতে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গুতেরেস জানান, রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ এবং এ সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে দাঁড়ানো আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী দেশ। বিশ্বের বিভিন্ন বিপদসংকুল অঞ্চলে বাংলাদেশি শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে, যা প্রশংসার দাবিদার।
তিনি বলেন, বাংলাদেশের সাধারণ মানুষের উন্নয়নকামী মানসিকতা এবং গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার দৃঢ়প্রত্যয় তাকে চমৎকৃত করেছে। দেশের ভবিষ্যৎ নির্মাণে জাতিসংঘ সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
ভিডিও দেখুন: https://youtu.be/toNUNxEbg4g?si=MejdpnTkCaWTQ0Lc
এম.কে.