
পটুয়াখালী জেলায় ২,৫১,৯৮৬ শিশুকে জাতীয় ভিটামিন "এ" ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন হয়েছে।
আজ শনিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর বাস্তবায়নে উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ শফিউল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ মোহাম্মাদ খালেদুর রহমান মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফীন।
এ বছর পটুয়াখালী জেলায় মোট ১৮৭৯টি কেন্দ্রে ৪৬৭৪ জন স্বাস্থ্যকর্মী ২,৫১,৯৮৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২৬,৯৭৩ জন শিশুদের একটি করে নীল ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২,২৫,০১৩ জন শিশুকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডাঃ মোঃ লোকমান হাকিম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর উপপরিচালক মোঃ শফিকুল ইসলাম, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ সৈয়দ মোঃ নেছার আলী, মেডিকেল অফিসার (ক্লিনিক) ডাঃ ইসরাত জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাহিদ আল রাকিব।
এছাড়া উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ভূপেন চন্দ্র মন্ডল, ডাঃ জিয়াউর রহমান, পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য সচিব অধ্যাপক গোলাম রহমান, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মোঃ মাসুদ উ-জ্জামান, পরিবার কল্যাণ পরিদর্শিকা ফাতেমা ইয়াসমিন, সুলতানা বুলবুল, হামিদা খানম, স্বাস্থ্য সরকারী পৌরসভা সুমন হালদার প্রমুখ।
আবীর