
ছবি: ড.মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ক্ষমতা আর মন্ত্রী-মিনিস্টার হওয়ার বা পদ-পদবীর জন্য আমি রাজনীতি করি না। আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য-জনগণের জন্য।
তিনি আরও বলেন, আমরা সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা সততা ও গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করি। আইনের রাজনীতিতে বিশ্বাস করি। কেউ যদি মনে করে রাজনীতিকে পুঁজি করে তারা ধনদৌলত ও সম্পদ আহরণ করবে, যেটা আওয়ামী লীগ সরকার করেছিল। তাহলে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে। আমরা সততা ও গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করি।
শনিবার (১৫ মার্চ) নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল শহর বিএনপি ও সকল সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় মঈন খান আরও বলেন, আমরা কালো টাকা, অত্যাচার, নির্যাতন ও দুঃশাসনের রাজনীতিতে বিশ্বাস করি না। বিএনপির কোনো কমিটিতে যদি টাকার বিনিময়ে আওয়ামী দোসরদের আশ্রয় দেওয়া হয়, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার দিয়ে তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে।
এ জন্য একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা বিগত ১৭ বছর যাবত আন্দোলন করেছি। বিগত ১৭ বছর বিএনপির প্রায় ৫০ লাখ নেতাকর্মীদের নামে মিথ্যা ও গায়েবি মামলা দিয়েছে স্বৈরাচার সরকার। তিনি বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার বুকের রক্তকে অসম্মান করা যাবে না। যদি কেউ অসম্মান করে,তবে আইনের মাধ্যমে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসময় পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম.এ সাত্তারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, সহসভাপতি আওলাদ হোসেন জনি, এ্যাড. কানিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলম মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোস্তাফিজুর রহমান বাবু মহি উদ্দীন চিসতিয়া, ঘোড়াশাল পৌরসভা যুবদলের আহবায়ক মাহমুদুল হক মোমেন মোল্লা, সদস্য সচিব শাহিন -বিন-ইউসুফ, পলাশ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ,পলাশ উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ নাজমুল হোসেন ভুইঁয়া সোহেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আমানুল্লাহ আমান, সদস্য সচিব আরিফ ও পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র দলের আহ্বায়ক আখলাক হোসেন সহ পলাশ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
শিলা ইসলাম